Logo

নুরের সর্বশেষ অবস্থা জানালো ঢাকা মেডিকেল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ২৩:৪৭
51Shares
নুরের সর্বশেষ অবস্থা জানালো ঢাকা মেডিকেল
ছবি: সংগৃহীত

রাজধানীর সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

রাজধানীর সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে বোর্ডের সদস্য ও ঢামেক নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, নুরের মাথায় জোরে আঘাত লেগেছে, তাই এখনও তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার শরীরে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকায় ঝুঁকি বাড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, পরীক্ষায় মাথার হাড়, নাকের হাড় ও ডান চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়েছে। মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। চোখ, মুখ ফোলা এবং চোখে রক্ত জমে আছে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে বোর্ড মনে করছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এবং ডান চোখে তিনি দেখতে পারছেন না। দ্রুত সুস্থতার কামনা জানিয়ে তিনি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ চলাকালে পুলিশি লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD