Logo

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩
35Shares
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএসসহ সকল নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। এটি দেশের গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক অগ্রগতি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও আশা প্রকাশ করেন, ডাকসু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

নাহিদ ইসলাম পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে বলেন, সুস্থ প্রতিযোগিতার এই ধারা আগামী দিনের নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, ডাকসু নির্বাচন নিয়মিতভাবে অব্যাহত থাকা প্রয়োজন। পাশাপাশি দ্রুত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত, যাতে তরুণরা জাতীয় পুনর্গঠন ও গণতন্ত্রের চর্চায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD