Logo

দেশের সব ভালো কাজের কৃতিত্ব বিএনপির: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৪
17Shares
দেশের সব ভালো কাজের কৃতিত্ব বিএনপির: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এ দেশে যা কিছু ভালো হয়েছে তার সবকিছুই দিয়েছে বিএনপি। অথচ এই দলকে ঘিরে চলছে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসিনি; লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছি। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা সদ্য জন্ম নেওয়া দলও বিএনপিকে নিয়ে কথা বলে। অথচ বিএনপি ফিনিক্স পাখির মতো। তাকে ধ্বংসের চেষ্টা হয়েছে বারবার, কিন্তু ষড়যন্ত্রকারীরাই ব্যর্থ হয়ে পালিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ সম্মেলন কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং ১৫ বছর পর অসংখ্য নেতাকর্মীর ত্যাগ-তিতিক্ষার পর পাওয়া সুযোগ কাজে লাগানোর মঞ্চ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।”

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন। অথচ শেখ মুজিবুর রহমান সব পত্রিকা বন্ধ করে মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিলেন। তরুণ প্রজন্মের এটা জানা জরুরি। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী এবং আবু ওয়াহাব আকন্দ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD