Logo

যে নেতার নামে স্লোগান দেবেন, সেই নেতা মাইনাস হবে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০০
14Shares
যে নেতার নামে স্লোগান দেবেন, সেই নেতা মাইনাস হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। বিএনপি কখনো হঠাৎ করে আসেনি, বরং ষড়যন্ত্রের মধ্যেও দলকে ভেঙে ফেলা যায়নি; বরং ষড়যন্ত্রকারীরাই ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “কোনও নেতার নামে স্লোগান নয়। স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে। যে নেতার নামে স্লোগান দেবেন, সেই নেতা মাইনাস হবে।”

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তবে দল গর্বের ইতিহাস সৃষ্টি করেছে; ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ওয়ান-ইলেভেনে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল, তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের মতে, আজকের গণতন্ত্রের সুযোগ, স্বাধীন ও মুক্ত পরিবেশে কর্মসূচি পরিচালনার সুযোগ, সবই বিএনপি ও এর নেতাকর্মীদের ত্যাগের ফল। তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ফ্যাসিস্ট শক্তি উৎখাতের মাধ্যমে অর্জিত ছাত্রজনতাকে অভিনন্দন জানান।

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় সকালেই জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে উপস্থিত হন। বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত দুই হাজার ৯০ জন কাউন্সিলর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেবেন। এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD