“বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেছেন, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমাদের সকলকে সচেতন থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেক সৈনিককে সজাগ থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে, যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।”