Logo

আগামী ৫ মাসে এমন ঘটনা ঘটতে পারে, যা কল্পনাও করা যাচ্ছে না: মান্না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৫
16Shares
আগামী ৫ মাসে এমন ঘটনা ঘটতে পারে, যা কল্পনাও করা যাচ্ছে না: মান্না
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগামী ৫ মাসে রাজনীতিতে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা এখন কল্পনাও করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত একটি ছায়া সংসদে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মান্না বলেন, নির্বাচনে প্রতীকের গুরুত্ব থাকলেও সেটি প্রভাবশালী নয়। ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বটে, তবে তা ফলাফল বদলে দেওয়ার মতো হবে না।

পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভোট হলে জাতীয় পার্টির মাধ্যমে ব্যর্থ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা থেকে যায়।

বিজ্ঞাপন

ছোট দলগুলোর ঐক্যকে তিনি ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ যদি একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়, তিনি তাতে সমর্থন দেবেন। তবে জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে তিনি সমর্থনযোগ্য মনে করেন না।

অন্যদিকে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার দায়ে অভিযুক্ত এবং গণধিকৃত। তিনি দাবি করেন, তাদের শাসনামলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। তার মতে, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ জনগণের মধ্যে শঙ্কা তৈরি করছে। সময়মতো নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং পরাজিত শক্তির ফিরে আসার আশঙ্কা থেকে যাবে।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় “ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না” শীর্ষক বিতর্কে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়। তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD