Logo

সঙ্কট সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সালাহউদ্দিনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩১
8Shares
সঙ্কট সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সালাহউদ্দিনের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সকলকে সঙ্কট সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্টবিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেটাকে বজায় রাখা এবং শক্তিশালী করা প্রয়োজন। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারলেই দেশ সাফল্যের পথে এগোবে।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনে যদি সবাই একমত না হয়, তবে প্রথানুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কারও উপর জোর দেওয়া ঠিক নয়। যে পরিবর্তন আমরা সামনে আনতে চাই, তা রাতারাতি হবে না; সময় এবং ধাপে ধাপে এগোতে হবে।”

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকাল সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। পত্রিকায় দেখেছি কোথাও বলা হয়েছে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। যদি এত আত্মবিশ্বাসী হন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে অংশ নিন। নানা বাহানা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা কেন? উদ্দেশ্য আমরা সবাই জানি।”

তিনি সরকারের ছাত্র প্রতিনিধির সমালোচনাও করেছেন। বললেন, “আজ যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে আছেন, তাদের কাজ প্রায় প্রতিদিনই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা জাতির সামনে প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারলে কার্যকর হতে পারত।”

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, “বর্তমানে রাজনৈতিক দলগুলোর মাঠ আন্দোলন সমালোচনার মুখে পড়েছে। আলোচনা টেবিলে চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করা স্ববিরোধী।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD