জান্নাতের টিকেট বিক্রেতারা আসলে ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জান্নাতের টিকেট বিক্রেতারা আসলে ধর্ম ব্যবসায়ী। এই দেশে আর চেতনার নামে ব্যবসা চলবে না।”
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লায় বিএনপির কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, ইসলাম কোনো রাজনৈতিক হাতিয়ার নয়। যারা ধর্মকে রাজনীতির মাধ্যমে বিভক্ত করতে চায়, জনগণকে তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একাত্তরের চেতনার নামে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো হয়েছে। শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তার মতে, আওয়ামী লীগের রাজনীতি ঢাকায় মারা গেছে আর দিল্লিতে দাফন হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ আসলেই একাত্তরের চেতনার ব্যবসা গ্রহণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনার নামে নতুন করে কেউ যেন ব্যবসা না করে। জনগণ এখন আর বক্তৃতা বা শোষণের রাজনীতি চায় না।
বিজ্ঞাপন
হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন এবং তদন্ত দলের সংখ্যা আরও বাড়ানো হবে।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় কর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।