শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা তারেক রহমানের

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করা। সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। শারদীয় উৎসব ঘিরে কোনো সাম্প্রদায়িক উসকানি বা অপচেষ্টা যাতে না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে দুর্গোৎসব পালন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”
বিএনপির পক্ষ থেকে তিনি আবারও হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।