Logo

জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০৪
15Shares
জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি।

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় ধাপে ১২ দিনব্যাপী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দুপুর সাড়াে ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখিত বক্তব্য পাঠ করে এই কর্মসূচির বিষয়টি ঘোষণা করেন।

দলের ঘোষণা অনুযায়ী, আন্দোলনের দ্বিতীয় ধাপে কার্যক্রম হবে তিন দফায় বিভক্ত — ১ কার্যক্রম: পহেলা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা দাবির পক্ষে গণসংযোগ; ২ কার্যক্রম: ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল; ৩ কার্যক্রম: ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। এই কর্মসূচির উদ্দেশ্য জনমত সৃষ্টি করে সরকারের কাছে পাঁচ দফা দাবির বাস্তবায়ন দাবি করা।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বলেন, জনগণের আন্দোলন এখন পর্যন্ত যথাযথ প্রতিফলন পাচ্ছে না, তাই সরকারকে এই পাঁচ দফা গ্রহণ করা উচিত। তিনি সতর্ক করেন, যদি সরকার এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন বাড়াতে বাধ্য হবে — এ কারণেই দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জামায়াতের ৫ দফা দাবি-

বিজ্ঞাপন

১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।

৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD