Logo

নুরকে ফোন করে খোঁজ নিলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৬
48Shares
নুরকে ফোন করে খোঁজ নিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লন্ডন থেকে ফোন করে নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি জানান, বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন নুরের দ্রুত আরোগ্য কামনা করেন তারেক রহমান। একই সঙ্গে তার সুস্থতা ও শক্তি ফিরে পাওয়ার জন্য শুভকামনা জানান তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে নুরুল হক নুর ও রাশেদ খান ছিলেন গুরুতর আহতদের মধ্যে।

প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ১৮ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন নুর। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD