Logo

পাহাড়ে আবার পুরোনো খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪০
48Shares
পাহাড়ে আবার পুরোনো খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে আবার পুরোনো খেলা শুরু হয়েছে। তার মতে, জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই বর্তমানে জনসংখ্যার ভারসাম্য তৈরি হয়েছে। ফলে এখন ভারতের পক্ষে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, জনগণের রায়কে জামায়াত ভয় পায়। ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় জামায়াত উদ্ভট চিন্তা সামনে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না। কেউ যদি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে চায়, তার জবাব রাজপথেই দেবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছেড়ে দিতে প্রস্তুত বিএনপি। তবে তিনি স্পষ্ট করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, “অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে তিনি জাতিসংঘে গেছেন, যা এক ধরনের পিকনিকের মতো মনে হয়েছে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD