Logo

শাপলা মার্কা পেতে প্রয়োজনে রাজপথে যাবো: সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২৯
24Shares
শাপলা মার্কা পেতে প্রয়োজনে রাজপথে যাবো: সারজিস
ছবি প্রতিনিধি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির দখলে রয়েছে। তবে প্রয়োজনে এ প্রতীক আদায়ে রাজপথে বা আদালতে যাবো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক আদায়ের বিষয়টি নির্বাচন পেছানো বা এগোনোর সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচন কমিশনের উচিত বাইরের চাপ উপেক্ষা করে আইনগতভাবে এনসিপিকে প্রতীকটি প্রদান করা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিছু মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে এনসিপি চাই দ্রুততম সময়ে একটি সুষ্ঠু ও সংস্কারভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হোক। একই সঙ্গে তিনি জুলাই সনদের আলোকে বিচার ও মৌলিক সংস্কারের বিষয়টি বাস্তবায়নের তাগিদ দেন।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে সারজিস অভিযোগ করেন, অতীতে কিছু ক্ষেত্রে মন্দির ও ধর্মীয় সম্পত্তি দখলের চেষ্টা হয়েছে ভুয়া দলিলের মাধ্যমে। এসব অনিয়ম ঠেকাতে একটি কমিশন গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে এআই-নির্ভর বিকৃত ছবি ব্যবহার করে প্রতিমা ভাঙচুরের ভুয়া প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

পঞ্চগড়ের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে ঘুরে তিনি জানান, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারের উপস্থিতিতে পূজা নিরাপত্তা সন্তোষজনক ছিল।

বিজ্ঞাপন

মন্দির পরিদর্শনকালে সারজিস আলম মন্দির কমিটির হাতে এনসিপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শাপলা মার্কা পেতে প্রয়োজনে রাজপথে যাবো: সারজিস