আবরার ফাহাদের কবর জিয়ারতে ভিপি সাদিক, কান্নায় ভেঙে পড়েন

বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জেরে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। কবরের পাশে মোনাজাতের সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় আবরারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছান ভিপি সাদিক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহর। রাত ১১টার দিকে তারা আবরারের কবর জিয়ারত করেন। পরে তারা আবরারের বাবা বরকত উল্লাহর সঙ্গে আলাপ চারিতা করেন।
জিয়ারত ও মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি আবু সাদিক কায়েম। এরপর রাত সাড়ে ১১টার দিকে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। এ সময় ছাত্রশিবির, অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের এক নেতার কক্ষে ডেকে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে রাত ৩টার দিকে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনা দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলে। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।