Logo

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই: সেলিমুজ্জামান

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
৩ অক্টোবর, ২০২৫, ২৪:৩০
24Shares
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই: সেলিমুজ্জামান
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, এ দেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ০২ অক্টোবর) বিকেলে ৪ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, মানুষ মুখ না, যে দেখে ভোট দিতে অভ্যস্ত নয়, প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মোঃ আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।

বিজ্ঞাপন

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো: মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মোঃ এনামুল হক শিমুল, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোঃ মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD