Logo

আগামী নির্বাচনে জোট গঠনের পথে জাতীয় পার্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৯:০২
135Shares
আগামী নির্বাচনে জোট গঠনের পথে জাতীয় পার্টি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, জাতীয় পার্টি সবসময়ই নির্বাচনে অংশগ্রহণে বিশ্বাসী একটি রাজনৈতিক দল এবং আগামীতেও জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, “জাতীয় পার্টি নির্বাচনমুখী একটি দল। ৯০-এর পর থেকে একটি ছাড়া প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, নির্বাচন ছাড়া সরকারে যাওয়ার আর কোনো পথ নেই। তাই আগামী জাতীয় নির্বাচনেও জোট করে অংশ নেবে জাতীয় পার্টি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কার সঙ্গে জোট হবে, সে বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি নির্বাচন-পূর্ব সময়ে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একটি দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। এ বিষয়ে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

বিজ্ঞাপন

আলোচনা সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান স্মরণ করে তার রাজনৈতিক জীবনের নানাদিক তুলে ধরেন এবং জাতীয় পার্টির সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD