দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করার সুযোগ নেই: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ দেশের সার্বভৌমত্বের সঙ্গে প্রতিটি অঞ্চল সরাসরি সম্পৃক্ত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই।
বিজ্ঞাপন
যারা দেশের ভেতরে থেকে বা বাইরে বসে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকার আর. পি. কনভেনশন হলে জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে সারজিস আলম এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।
এ সময় তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, যেসব প্রতীক সাধারণ মানুষের কাছে হাস্যরসের সৃষ্টি করে, সেগুলো বাদ দেওয়া উচিত।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচন কমিশন তাদের স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয় এবং শাপলা প্রতীক না দেয়, তবে কমিশন জনগণের আস্থা হারাবে।
বিজ্ঞাপন
সারজিস আলম বলেন, ‘‘যে নির্বাচন কমিশন একটি দলের বৈধ প্রতীক প্রদানে অক্ষম, সেই কমিশনের প্রতি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে?’’
এ সময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ এনসিপির নেতাকর্মীরা। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং মঙ্গলবার সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।