Logo

দেশে ফিরেই যে কথা বললেন জামায়াত নেতা তাহের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৬
32Shares
দেশে ফিরেই যে কথা বললেন জামায়াত নেতা তাহের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি কোনো শঙ্কা দেখছেন না। তবে সেই নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, “প্রয়োজনীয় রাজনৈতিক ও আইনি সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন করা হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। কারণ একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অপরিহার্য। তবে অতীত অভিজ্ঞতা বলে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জাতির সমস্যার সমাধান দিতে পারে।”

ভারতে অবস্থান প্রসঙ্গে প্রশ্নের জবাবে তাহের জানান, “আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম এবং কিছুদিন চিকিৎসার জন্যও ছিলাম। কিন্তু আমার নামে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “এখন তো এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও বানানো হয়। মানুষ এসব বুঝতে পারে, তাই এসব গুজব টেকে না।”

এর আগে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে নিউইয়র্কে যান পাঁচ রাজনৈতিক নেতা।

তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD