ভাইরাল সেই বিড়ালটি কার, জানালেন তারেক রহমান

সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে একটি বিড়ালের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। অনেকেই জানতে চেয়েছেন, সেই বিড়ালটি আসলে কার? অবশেষে নিজেই বিষয়টি পরিষ্কার করলেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “বিড়ালটি আমার মেয়ের। তবে এখন ওটা সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে ভালোবাসি।”
শৈশব থেকেই পশুপাখির সঙ্গে তাদের পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, “ছোটবেলায় আমার আর ভাইয়ের একটি কুকুর ছিল। আম্মা বাসায় হাঁস-মুরগি, এমনকি ছাগলও পালন করতেন। কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখিও ছিল আমাদের বাসায়।”
তিনি আরও যোগ করেন, “বরিশাল থেকে একবার একটি ময়না পাখি এনেছিলাম, ওটা বরিশালের ভাষায় কথা বলতো। আসলে এই ভালোবাসাটা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই প্রাণীদের সঙ্গে আমাদের সখ্য ছিল, এখন শুধু সেটা সবার সামনে এসেছে।”
প্রাণী ও প্রকৃতির প্রতি যত্ন নেওয়া ধর্মীয় ও মানবিক দায়িত্বের অংশ বলেও মত দেন বিএনপি নেতাটি। তার ভাষায়, “আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, তাই তাঁর সৃষ্টির যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য রক্ষা না হলে আমাদের বেঁচে থাকাও কঠিন হয়ে পড়বে।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রায় দুই দশক পর বিবিসি বাংলার কাছে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। এ সাক্ষাৎকারে তিনি বিএনপির আগামী নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, বিচার ও সংস্কার, অন্তর্বর্তী সরকার এবং ভারতের সঙ্গে সম্পর্কসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন।