Logo

বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা হবে: দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৪:৪৫
12Shares
বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা হবে: দুদু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

দুদু বলেন, “বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, এমপি নেই, সরকারে নেই- তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সেই সরকারের দায়িত্বই হচ্ছে দেশের পরিস্থিতি সামাল দেওয়া।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে। তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা জনগণের নয়, বরং একটি দলের পক্ষ নিয়েছে।”

বিএনপি নেতা বলেন, “আমরা খুনি সরকারকে বিদায় করেছি, কিন্তু এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন ও গণভিত্তিক সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নয়।”

বিজ্ঞাপন

সভায় ২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিএনপি ক্ষমতায় গেলে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন করা হবে: দুদু