আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত: মুজিবুর রহমান

দুনিয়ার কল্যাণের সঙ্গে আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিজ্ঞাপন
এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে। ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেওয়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে। মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই প্রতিষ্ঠিত হবে না।
বুধবার (০৮ অক্টোবর) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কোরানের আইন প্রতিষ্ঠায় যারা অঙ্গীকারবদ্ধ তাদেরকেই বিজয়ী করতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয়, দেশ আবারও পশ্চাৎপদ হয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে গণসচেতনতা তৈরি করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষকে কোরানের আইনের পথে আহ্বান জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। জামায়াতের স্থানীয় কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে দ্বিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বিজ্ঞাপন
কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর আমির অধ্যাপক আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদের প্রমুখ।