জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
বিজ্ঞাপন
কূটনৈতিক এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা যায়, নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ড. রুডিগার লোটজ সম্প্রতি জার্মানির পক্ষ থেকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠকগুলোর একটি।