খালেদা জিয়ার সেফ এক্সিটের প্রয়োজন হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “যার অন্তরে সততা ও দেশপ্রেমের আলো থাকে, তার কখনোই সেফ এক্সিটের প্রয়োজন হয় না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই, তিনি অন্তরের আলোতে আলোকিত একজন নেতা।”
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নানা অপবাদ দেওয়া হয়েছে। তারপরও তিনি দেশের মাটিতেই থেকেছেন, জনগণের পাশে ছিলেন। তিনি কখনোই সেফ এক্সিটের চিন্তা করেননি।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমরা এখন নতুন চিন্তা ও নতুন স্বপ্ন নিয়ে জনগণের দ্বারে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন অনুযায়ী আমাদের রাজনীতি এগিয়ে যাচ্ছে, আর শেষ পর্যন্ত জনগণই সব কিছুর বিচার করবে।”
দেশের বর্তমান অবস্থা নিয়ে রিজভী বলেন, “অর্থনীতি চরম সংকটে পড়েছে। কর-জিডিপি অনুপাত ক্রমেই কমছে, কর্মসংস্থান নেই, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমলে নানা উন্নয়ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছে, যেখানে দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে। রাজনীতিতে যে অপসংস্কৃতি ও দুর্নীতির বিস্তার ঘটেছে, এখন সময় এসেছে তা বন্ধ করার। ব্যাংকগুলো এখন ঋণ দিতে পারছে না, কারণ তাতে টাকা নেই। তারেক রহমানের ভিশন এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত।”
বিজ্ঞাপন
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।