Logo

জুলাই সনদ নিয়ে আশাবাদী বিএনপি: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৫, ১৫:৩৫
14Shares
জুলাই সনদ নিয়ে আশাবাদী বিএনপি: রিজভী
ছবি: সংগৃহীত

আসন্ন ‘জুলাই সনদ’ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই এর বিষয়ে একটি গঠনমূলক সিদ্ধান্ত আসবে বলে দলটি আশাবাদী।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “গণতন্ত্রে বিশ্বাস রাখলে আলোচনার মাধ্যমে যে কোনো ইস্যুতে যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব। আমরা মনে করি, জুলাই সনদ নিয়েও ইতিবাচক রাজনৈতিক সমঝোতার সুযোগ আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন পর কথা বলেছেন। তার বক্তব্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না, বরং সেখানে উঠে এসেছে জাতীয় ঐক্যের বার্তা। রিজভীর ভাষায়, “তারেক রহমান প্রতিপক্ষের ধ্বংস নয়, বরং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন।”

রিজভী দাবি করেন, তারেক রহমানের এই বক্তব্য দেশের সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, “৩১ দফা কর্মসূচির মধ্যেই কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। এই বাস্তবতা বদলাতে অ্যাব-কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

বিজ্ঞাপন

তিনি জানান, সংগঠনটি এমন নীতিমালা প্রণয়নে কাজ করবে, যাতে কৃষকের স্বার্থ রক্ষা পায় এবং দেশের সার্বিক খাদ্যনিরাপত্তা জোরদার হয়।

অনুষ্ঠানে নবগঠিত অ্যাব কমিটির আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লবসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD