Logo

জনতা পার্টি’র উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৫, ১৯:২৩
26Shares
জনতা পার্টি’র উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) বাদ আসর জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, উপদেষ্টা শাহ মো. আবু জাফর, মো. মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, মো. আব্দুল্লাহ্, এম এ ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সোলায়মান, সদস্য মজিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু, জাতীয় সংস্কার পার্টির সভাপতি মেজর (অব.) আফসারী, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি দ্বীপু মীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোনাজাতে জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে গোলাম সারোয়ার মিলন বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের প্রতীক এবং জনমানুষের প্রিয় মুখ।”

বিজ্ঞাপন

শওকত মাহমুদ বলেন, “আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারো দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD