তফসিলের আগেই ভোটারদের দ্বারে বিএনপি, মাঠে নামছে কর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ভোটারদের মন জয় করতে সরব হয়ে উঠেছে বিএনপি। দেড় মাস আগেই দলটি সেবামূলক কার্যক্রম ও গণসংযোগের মাধ্যমে মাঠে নামার কৌশল নিয়েছে।
বিজ্ঞাপন
নারী কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরছেন, আর পুরুষ সদস্যরা অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে।
দলের নেতারা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানো এবং রাজপথে বিএনপির অবস্থান শক্ত করা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার হবে।
বিজ্ঞাপন
রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ছোট ছোট টিম গঠন করে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
তফসিল ঘোষণার আগেই এমন উদ্যোগ নিয়ে তারা জানালেন, জামায়াতের নারী সদস্যরা কয়েক মাস আগে থেকেই কেন্দ্রভিত্তিক প্রচারে নেমেছেন, তাই প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে না পড়তেই বিএনপির এই কর্মতৎপরতা।
১৪ অক্টোবর থেকে জেলা ভিত্তিক সেমিনার আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে দলটি। অন্যদিকে পুরুষ সদস্যদের যুক্ত করা হচ্ছে সেবামূলক কাজে। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের একটি মৃতপ্রায় খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযান পরিচালনা করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে নর্দমায় পরিণত ওই খালটি পরিষ্কার করে স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দলটি নানা অভ্যন্তরীণ কোন্দল, দখল ও চাঁদাবাজির অভিযোগে ভাবমূর্তি সংকটে পড়ে। তাই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে একগুচ্ছ সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “চলতি মাস থেকেই সারাদেশে বিএনপির জনসংযোগ কার্যক্রম বড় পরিসরে শুরু হবে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী পক্ষের কৌশল বিবেচনায় পরবর্তী কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে।”
বিজ্ঞাপন
দলীয় সূত্রে আরও জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বিএনপি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবে। এরপরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে তফসিল ঘোষণার আগেই সারাদেশে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি।