Logo

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ২১:০৭
7Shares
মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক
তারেক রহমান । ফাইল ছবি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, “মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তারেক রহমান আরও বলেন, “এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সন্ধ্যা ৭টার দিকে জানানো হয়, পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঘটনাস্থলে নিহতদের স্বজনদের পাশাপাশি উপস্থিত হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD