পিআর আমি নিজেই বুঝি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। কিছু কিছু রাজনৈতিক দল অযথা এসব দাবি করতেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের তেয়ারিগাঁও হাই স্কুল মাঠে হিন্দু সম্প্রদায় ও মহিলা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
এসব অযৌক্তিক দাবি আমরা মানি না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। যারা এসব দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়।
আরও পড়ুন: এনসিপির প্রতিবাদ সভা বিকেলে
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সকলকে বিপদে ফেলে দিল্লিতে এসি রুমে আরাম আয়েশ করতেছে। আর আপনারা তার জন্য কষ্ট করেতেছেন। এ দেশে নিয়মিত ভোট হলে ও গণতন্ত্র থাকলে হাসিনাকে পালাইতে হতো না।
দেশকে সুন্দর ও সুষ্ঠ রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।