এনসিপির প্রতিবাদ সভা বিকেলে

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
এ দাবিগুলো নিয়ে দলটি আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সভা করবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলের তিন দফা দাবি হলো-
বিজ্ঞাপন
১. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
২. নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরাতে হবে।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।
দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস ১৬ জনের মরদেহ উদ্ধার করে, যাদের বেশিরভাগই ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ভেতরে থাকা শ্রমিকরা উপরে পালানোর চেষ্টা করেন। কিন্তু ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় কেউ বের হতে পারেননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে থাকা শ্রমিকদের অনেকেই পুড়ে মারা যান।
এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। দলটি বলেছে, এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তাই এবার দোষীদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে তারা আন্দোলন অব্যাহত রাখবে।