Logo

কাজী মামুন ও যুব নেতা পাভেলের মুক্তি দাবি জাতীয় যুব সংহতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:১০
8Shares
কাজী মামুন ও যুব নেতা পাভেলের মুক্তি দাবি জাতীয় যুব সংহতির
ফাইল ছবি।

জাতীয় যুব সংহতির আহবায়ক আবুল হাসান আহমেদ জুয়েল বলেছেন, জাতীয় পার্টির অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্রমূলকভাবে দলীয় মহাসচিব কাজী মামুনূর রশিদকে কারাগারে আটক রাখা হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র একজন ব্যক্তিকে আতিথেয়তার কারণে মহাসচিব কাজী মামুনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ফাঁসানো হয়।

বিজ্ঞাপন

তিনি বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সংহতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে যুব নেতা জুয়েল বলেন, জাপা মহাসচিব স্পষ্টভাবে উল্লেখ করেছেন পূর্ব পরিচয়ের সূত্রে জনৈক এনায়েত করিমকে তিনি আতিথেয়তা করেছেন। ঐব্যক্তির সাথে তার অন্য কোনো সম্পর্ক নাই এবং তিনি কি করেন কিংবা কেনো বাংলাদেশে এসেছেন সে সম্পর্কে জাপা মহাসচিব অবগত নন।

বিজ্ঞাপন

যুব সংহতির আহবায়ক আরও বলেন, রিফাতুল ইসলাম পাভেল একজন চাকুরিজীবী। স্বনামধন্য একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপ- মহাব্যবস্থাপক। তিনি সম্প্রতি যুব সংহতির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজী মামুনূর রশিদকে ব্যবসায়িকভাবে দুর্বল করার লক্ষ্যে তার প্রতিদ্বন্দ্বীরা পাভেলকে এমামলায় ফাসিয়েছে। আমরা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD