Logo

আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ অক্টোবর, ২০২৫, ১৯:৩৬
15Shares
আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম, এ যে কতো কঠিন জায়গা এখানে না থাকলে বোঝানো যাবে না।’

বিজ্ঞাপন

আয়না ঘর আবার ফিরে আসবে এটা আমারা মেনে নিব না। আয়না ঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই পাঁচ দফা বলে জানান তিনি।

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধন এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত।

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেইসঙ্গে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এ সময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার ও শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD