এদেশের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছি: নূরু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর মঞ্চে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় এ সাভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান।
সভা শুরু হওয়ার আগে দুপুর দুইটার পর থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা শ্লোগান দিতে দিতে পৌর মঞ্চে জড়ো হতে থাকেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পিআর আমি নিজেই বুঝি না: মির্জা ফখরুল
প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, গত ২৪ জুলাই কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা বারবার নির্যাতিত হয়েছি। নিজেদের ভোগবিলাসী জীবনের সুযোগ পেয়েও আমি এদেশের নিপীড়িত মানুষের কথা ভেবে তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছি।
তিনি আরও বলেন, শুধু ভোটের রাজনীতি করার জন্য সংগ্রাম করিনি। ২৪ তারিখের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণে জীবন বাজি রেখে লড়েছি মানুষের অধিকার ফিরিয়ে আনতে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দারিদ্র্য বিমোচন ও গলাচিপা-দশমিনা উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। আগামি নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে জনগণের আস্থা অর্জন করতে চাই।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর কেন্দ্রীয় কমিটির সদস্য,
রবিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী, শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম লিটুক, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা
বিজ্ঞাপন
মো. শাহ আলম সিকদার, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ; গলাচিপা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২৪ তারিখের গণঅভ্যুত্থানের মহানায়ক, বারবার নির্যাতিত, মৃত্যুঞ্জয়ী সংগ্রামী নেতা ভিপি নূর কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের নিপীড়িত ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাঁর নেতৃত্বে এদেশের মানুষ নতুন আশার আলো দেখছে।
আরও পড়ুন: এনসিপির প্রতিবাদ সভা বিকেলে
বিজ্ঞাপন
পরে সন্ধ্যা ৬টার দিকে ভিপি নূর পুনরায় পৌর মঞ্চে উপস্থিত হলে জনতার ঢল নামে। মুহূর্তেই মতবিনিময় সভা রূপ নেয় জনসভায়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জনতা তাঁর বক্তব্য শোনার জন্য সন্ধ্যা পর্যন্ত মঞ্চের আশপাশে অবস্থান করেন।
এদিকে, ভিপি নূরের আগমন ও সভাকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেন।