ভোট পেছানোর অপচেষ্টায় সরকারকে বিভ্রান্ত করছে একদল: মির্জা ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে একটি বিশেষ পক্ষ নানা দাবি ও প্রস্তাবের মাধ্যমে সরকারকে ব্যস্ত রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। জনগণ ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়, এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “মানুষ এখন ভোটাধিকার ফিরে পেতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা দাবিদাওয়ার নামে সরকারকে বিভ্রান্ত করছে, যাতে ভোটের সময়সূচি পেছানো যায়।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “তবুও আমরা দমে যাইনি, আমাদের একমাত্র লক্ষ্য ছিল ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা।”
মির্জা ফখরুলের দাবি, জনগণের কাছে বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা ও বিশ্বাস।