Logo

জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪১
19Shares
জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আন্দোলনের অন্যতম মুখ্য শক্তি হিসেবে পরিচিত এ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জুলাই সনদে কোনো ছাড় নয়। আইনি ভিত্তি ছাড়া কোনো প্রকার নাটকীয়তায় আমরা অংশ নেব না।”

এনসিপির এই অবস্থান স্পষ্ট হওয়ার আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জাতির কাছে পরিষ্কার না হয়, তাহলে এই সনদে স্বাক্ষর করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া অনিশ্চিত থেকে যাবে। সেই কারণেই আমরা এখনো স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন প্রশ্ন তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি ও রাজনৈতিক নিশ্চয়তা পাওয়া গেলে তারা ভবিষ্যতে এ বিষয়ে অবস্থান পুনর্বিবেচনা করতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD