জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলীয় প্রতিনিধিত্ব থাকবে, তবে সনদে স্বাক্ষর করবেন কি না তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জামায়াত-ই-ইসলামী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে করলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নভেম্বরকে গণভোটের উপযুক্ত সময়।
আরও পড়ুন: বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
বিজ্ঞাপন
পাশাপাশি তিনি বলেন, ঐকমত্য কমিশনের সমস্ত প্রস্তাবকে গণভোটের ক্ষেত্রেই রাখা উচিত।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি প্রশাসনে কিছু ব্যক্তিরা দলীয় আদেশ অনুযায়ী বদলি-নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন এবং অনেকে দলীয় পরিচয়ে পদায়ন পাচ্ছে।
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে সন্দেহ আছে এবং সেটির আইনগত ভিত্তি স্থাপন করতে গণভোটই একমাত্র সমাধান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যদি গণভোট বাধাগ্রস্ত করা হয় তবে বিএনপির পরিস্থিতি আওয়ামী লীগের মতো মতো হবে। এর ফলে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
সেমিনারে উপস্থিত বিশ্লেষক ও রাজনৈতিক প্রতিনিধিরা সনদের আইনি দিক, গণভোটের যোগ্যতা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের সম্ভাব্য কৌশল নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। সেগুলো সরকারের নীতি নির্ধারণে কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা হয়।