সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানালেন মির্জা ফখরুল

গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ছোটখাটো মতপার্থক্য বা বিরোধ ভুলে গিয়ে গণতন্ত্রের পথেই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে। সময়মতো নির্বাচন হলে আমরা আবারও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারব।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং ২০ হাজারেরও বেশি কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। এসব অবিচার বন্ধ না হলে স্থায়ী রাজনৈতিক স্থিতি ফিরবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক সহিংসতা বা বিভেদ বাড়িয়ে কোনো দলই লাভবান হবে না। নির্বাচনি প্রক্রিয়াকেই সকল দলের অভিন্ন গন্তব্য হিসেবে দেখতে হবে। এভাবেই দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা একসময় একক রাজনৈতিক নিয়ন্ত্রণের ফর্মুলা প্রয়োগ করেছিলেন। তখন গণমাধ্যমগুলো বাধ্য হয় তার বয়ান প্রচারে।
এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান গণমাধ্যম বিগত সরকারের সময়কার ভয় ও নিপীড়নের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরতে পারেনি। এখন সময় এসেছে সেই সত্যগুলো জনগণের সামনে আনার।








