Logo

‘যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, তাহলে জাতি ক্ষমা করবে না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১৬:৪২
11Shares
‘যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, তাহলে জাতি ক্ষমা করবে না’
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ রাজনীতির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মতাদর্শগত পার্থক্য থাকলেও সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরাগমন ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, দুই-চার কলাম লেখার জন্য আমাকে সাড়ে ৯ বছর নির্বাসনে থাকতে হয়েছে। আমাকে আয়নাঘর ও কারাগারে নির্যাতন করা হয়েছে, তবুও আমি সংগ্রামের পথ থেকে পিছিয়ে যাইনি।

স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, একসময় আমি ও সাংবাদিক মাহমুদুর রহমান একসঙ্গে পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে বলেছিলাম, ‘আপনি যদি মারা যান, শেখ হাসিনা খুশি হবে। দয়া করে অনশন ভঙ্গ করুন।’ পরে কয়েকজন প্রবীণ নেতা গিয়ে তার অনশন ভঙ্গ করান।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ আমরা ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করেছি। সেই রক্তঝরা দিনগুলোর প্রেরণাতেই আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে আমাদের দায়িত্ব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD