Logo

‘বিএনপি ক্ষমতায় এলে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে শিক্ষাখাতে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১৮:২৫
9Shares
‘বিএনপি ক্ষমতায় এলে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে শিক্ষাখাতে’
তারেক রহমান । ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা হবে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী।

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আজকের বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার মানোন্নয়ন ছাড়া বিকল্প নেই। একটি রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হলো শক্তিশালী ও দক্ষ শিক্ষা ব্যবস্থা। শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি সমৃদ্ধ।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন সমান সুযোগ পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে আমি দেখেছি, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা এনেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি; তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলেছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজও লন্ডনে থেকেও তারেক রহমান দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের কথা শুনছেন ও উদ্বুদ্ধ করছেন। এটি প্রমাণ করে, তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন; বরং একজন প্রগতিশীল চিন্তাবিদ।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে, সেটির ধারণা আড়াই বছর আগেই তারেক রহমান দিয়েছেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই; বরং অন্যদের উচিত তার কাছ থেকে শেখা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক নেতা, ছাত্রসমাজ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা শিক্ষার উন্নয়নে বিএনপির প্রস্তাবিত রূপরেখাকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে অভিহিত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD