একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে পাকিস্তান: নাসীরুদ্দীন

পাকিস্তান নতুন করে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ভারত অতীতে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে নয়, বরং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। এখন পাকিস্তানও একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির দৌড়ঝাঁপ করছে।
তিনি আরও বলেন, আমরা চাই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে, আমরা একই নদীর পানি পান করি। তাই সম্পর্ক হোক পারস্পরিক সম্মান ও সার্বভৌম মর্যাদার ভিত্তিতে।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সুযোগ এসেছে। জনগণকে বুঝতে হবে, তাদের অধিকার কোনো দলের দান নয়। রাষ্ট্রের কাছ থেকেই তা আদায় করতে হবে। কারণ রাষ্ট্র টিকিয়ে রাখতে নাগরিকেরাও কর প্রদান করে।
সুফি সমাজের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, দেশে প্রায় ৩০০ আসনে গডফাদারদের প্রভাব রয়েছে। তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি নয়। সুফিদের প্রতি আমার আহ্বান, কখনও এই গডফাদারদের কাছে মাথা নত করবেন না। তারা নিরাপত্তার নামে মানুষকে দাসত্বে আবদ্ধ রাখে।
বিজ্ঞাপন
সংলাপে উপস্থিত সুফি নেতারা বলেন, জাতীয় ঐক্য ও নৈতিক রাজনীতির জন্য এখন সময় এসেছে জনগণকে সচেতন করার।








