Logo

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মঈন খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১৯:৪০
26Shares
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মঈন খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন। তিনি আশা প্রকাশ করেন, দেশে ফিরে তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, ২৫ বছর আগে যখন বিএনপি সরকারে ছিল, তখনই আমি লক্ষ্য করেছিলাম। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি কেবল রাজনীতি নিয়ে বক্তৃতা দেননি, বরং জনগণের কাছে গিয়েছেন, তাদের কথা শুনেছেন। এখনো লন্ডনে থেকেও তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, বর্তমানে রাষ্ট্র সংস্কার নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তারেক রহমান সেই বিষয়গুলো আড়াই বছর আগেই তুলে ধরেছিলেন। তাই বিএনপিকে গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই, বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।

তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারী ও শিশুর অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এই নীতিমালা অনুসরণ করেই আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনব।

তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে মঈন খান বলেন, তিনি দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু জনগণের হৃদয়ে রয়েছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরে এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD