Logo

প্রশাসন এখন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১৯:৫২
9Shares
প্রশাসন এখন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি’: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার দাবি, প্রশাসন এখন ক্ষমতার দিকেই ঝুঁকে থাকে, যাকে তিনি ব্যঙ্গ করে বলেছেন “ন্যাশনাল কারেন্ট পার্টি”।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন ও পুলিশের চরিত্র পরিবর্তন হয়েছে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তারা এখন ‘ন্যাশনাল কারেন্ট পার্টি।’ যে যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি যায়, প্রশাসন তাদের পক্ষেই কাজ করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ না হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ও ভোটের অনিয়ম রোধ করা কঠিন হবে। প্রশাসনের ওপর পুরোপুরি ভরসা করা যাচ্ছে না, যা আমাদের মতো নতুন রাজনৈতিক দলের জন্য উদ্বেগজনক।

এনসিপির এই নেতা নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমার এলাকায় গত নির্বাচনে একজন প্রার্থী জয়ের জন্য ১২৬ কোটি টাকা খরচ করেছেন। এমনকি যিনি হেরেছেন, তিনিও প্রায় ৭০ কোটি টাকা ব্যয় করেছেন। কিন্তু আমি তো ৭০ লাখ টাকাও ব্যয় করতে পারব না। এই বৈষম্যমূলক রাজনীতিতে টাকার প্রভাব ভয়াবহ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, প্রশাসনের সকল বদলি তার নিয়ন্ত্রণে থাকবে। তবুও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ কাটছে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD