জোট নির্বাচনেও নিজ দলীয় প্রতীকে অংশ নিবে গণঅধিকার পরিষদ: নুর

গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেবে। দলটির সভাপতি নুরুল হক নুর এই ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশে তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, জাতীর বৃহত্তর স্বার্থে তরুণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। গনঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য আগামী নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের তরুণরা যেন উচ্চ শিক্ষা অর্জন করতে পারে এবং দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। মানুষকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় ছুটতে না হয়, সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে নুরুল হক নুর দলের প্রার্থীদের হাতে প্রতীকের মধ্যে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের অংশগ্রহণ শুধুমাত্র ভোটে নয়, বরং দেশের উন্নয়ন, যুবশক্তি ও নাগরিক স্বার্থ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
দলীয় নেতৃবৃন্দরা জানান, আগামী নির্বাচনে জনগণের স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করা গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য। প্রার্থী ও দলের প্রচারণা ঘরে ঘরে পৌঁছে জনগণকে নির্বাচনের সময় ভোটে সচেতন করার ওপর জোর দেয়া হবে।








