গণভোট নির্বাচনের আগে হলে দলীয় প্রভাবমুক্ত থাকা সম্ভব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে সেটি দলীয় প্রভাবমুক্তভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর পর্যটন মোটেল চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, গণভোট নির্বাচনের আগে হলে জনগণের মতামত নিরপেক্ষভাবে প্রতিফলিত হবে। এতে কোনো দলীয় প্রভাব পড়বে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জুলাই সনদের আদেশ দ্রুত জারি করা উচিত। এটি দেশের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে।
তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ না থাকা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে, যা যাচাই-বাছাই করে আগামীকাল (বুধবার) চূড়ান্ত স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
সভায় সারজিস আলম বলেন, আমরা চাই, গণভোট হোক স্বচ্ছ, স্বাধীন এবং নিরপেক্ষভাবে। জনগণের রায়ই হবে জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা।








