Logo

শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে বিএনপি: প্রিন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২৪:৪৭
8Shares
শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে বিএনপি: প্রিন্স
ছবি: সংগৃহীত

জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতাও চালু করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন বিএনপি এই নেতা।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আগামী দিনে বিএনপি দেশের যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত দেশের যুবকদের মুখে হাসি ফোটাবে বিএনপি। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান, এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

সমাবেশ শেষে স্থানীয় যুবদল নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে বিএনপি: প্রিন্স