নির্বাচন না হলেও জুলাই সনদ সবার আগে হতে হবে: তাহের

জাতীয় নির্বাচন যেকোনো কারণে বিলম্বিত বা না-ও হতে পারে, তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন সবার আগে হতে হবে— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিজ্ঞাপন
তিনি বলেন, গণভোটের সঙ্গে উচ্চকক্ষ বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশনের (পিআর) বিষয়টি জড়িত। তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করতে হবে। জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল, এটিকে সবার আগে বাস্তবায়ন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তাহের আরও বলেন, জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনে কিছু তহবিল ব্যয় করে হলেও গণভোটের আয়োজন করা উচিত। নভেম্বরে যদি গণভোট না হয়, তবে ভবিষ্যতের সব নির্বাচনেই এর প্রভাব পড়বে।
জামায়াত নেতা জানান, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ, সরকারের অবস্থান এবং জামায়াতের রাজনৈতিক ভূমিকা— এসব বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, জামায়াত তা সম্পূর্ণভাবে গ্রহণ করেছে।
আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদকে সামনে রেখে জামায়াতের এই অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।








