Logo

ফেসবুকে ‘হ্যাঁ-না’ পোস্টের ঝড়, রাজনীতিতে নতুন বিতর্ক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১১:১৮
24Shares
ফেসবুকে ‘হ্যাঁ-না’ পোস্টের ঝড়, রাজনীতিতে নতুন বিতর্ক
ফাইল ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন সরগরম ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টে। গণভোটকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নতুন অনলাইন প্রতিযোগিতা। নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে নানান রঙের হ্যাঁ-না পোস্ট, যা অনেকের কাছেই বিস্ময় জাগিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই শুরু হয় এই নতুন ট্রেন্ড। বেশিরভাগ পোস্টেই হ্যাঁ বা না লেখা ছবিগুলোর পেছনে কোনো ব্যাখ্যা দেওয়া না থাকলেও, মূল ইঙ্গিতটি এখন পরিষ্কার—আসন্ন গণভোট নিয়ে রাজনৈতিক অবস্থান প্রকাশের এক ধরন এটি।

রাজনৈতিক মহলের সূত্র বলছে, গণভোটের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে অনলাইনেও প্রচার শুরু করেছে বিভিন্ন দল। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই তিন দলের অবস্থান নিয়েই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফেসবুক।

বিএনপি চায় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি তুলেছে। এনসিপি সুনির্দিষ্ট তারিখ না জানালেও সংসদ নির্বাচনের আগেই গণভোট সম্পন্নের পক্ষে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

ফলে বিএনপি ও জামায়াতের অবস্থানের পার্থক্য যেমন স্পষ্ট, তেমনি জামায়াত ও এনসিপির দাবি কিছুটা মিলও খুঁজে পাওয়া যাচ্ছে। এই বিভাজনই মূলত হ্যাঁ-না পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট করা হয়েছে, যা বিপরীত অবস্থানকেই নির্দেশ করছে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচন পূর্বে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে গণভোটের রাজনৈতিক বিতর্ক এখন অনলাইনেও তীব্র হচ্ছে—ফেসবুকে হ্যাঁ-না পোস্টের লড়াই যেন তারই প্রতিফলন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD