Logo

নভেম্বরে গণভোটের দাবিতে মাঠে নামবে ৮ রাজনৈতিক দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৩:৩৪
47Shares
নভেম্বরে গণভোটের দাবিতে মাঠে নামবে ৮ রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমবেত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার পর থেকে নির্বাচন ভবন ও এর আশপাশের এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই আগারগাঁও এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জামায়াতে ইসলামী পাকামার্কেট সংলগ্ন সড়কে অবস্থান নেয়, আর অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অস্থায়ী মঞ্চ স্থাপন করে বক্তব্য দেওয়া হয় এবং নভেম্বরে গণভোট আয়োজন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন যদি জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট আয়োজনের উদ্যোগ না নেয়, তবে তাদের আন্দোলন আরও তীব্র করা হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে অতীতের মতো বর্তমান কমিশনেরও একই পরিণতি হবে।

বক্তাদের দাবি, জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, অন্যথায় এটি গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ করে দেবে।

বিজ্ঞাপন

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আন্দোলনরত দলগুলো পাঁচ দফা দাবি উত্থাপন করে-

বিজ্ঞাপন

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।

২. আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।

৩. সব দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

বিজ্ঞাপন

৪. বর্তমান সরকারের ‘জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি’র বিচার।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশ শেষে দুপুরে আট দলের প্রতিনিধিদল আলাদা আলাদাভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নভেম্বরে গণভোটের দাবিতে মাঠে নামবে ৮ রাজনৈতিক দল