Logo

রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার সময় এসেছে: স্নিগ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৯:১১
20Shares
রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার সময় এসেছে: স্নিগ্ধ
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সদস্যপদ গ্রহণের পর প্রথমবার মুখ খুলে স্নিগ্ধ জানান, দীর্ঘদিন ধরে তিনি সামাজিকভাবে তরুণদের ও জুলাই গণ–অভ্যুত্থান থেকে উদ্ভূত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এখন তিনি রাজনৈতিকভাবে সেই প্রতিনিধি ভূমিকা পালন করতে চান।

বিজ্ঞাপন

স্নিগ্ধ বলেন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের এবং তাদের পরিবারকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবো।

তিনি আরও জানান, রাজনৈতিক যোগদানের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে জুলাইয়ের ঐক্য বজায় রাখা, তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি অংশীজনের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

স্নিগ্ধ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩-এর অনেক জায়গা আমাকে সরাসরি কাজ করার প্রেরণা দিয়েছে। আমি বিশ্বাস করি, বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে জুলাইয়ের মূল্যবোধ এবং আদর্শের ধারাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, আমি সকল রাজনৈতিক দল ও বাংলাদেশপন্থি, জুলাইপন্থি অংশীজনের সঙ্গে কাজ করতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই।

স্নিগ্ধের এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মন্তব্যগুলো এসেছে যে, জুলাই গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শ ও মূলনীতির ধারাকে নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

বিজ্ঞাপন

স্নিগ্ধ বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানসহ জনমানুষের সকল সংগ্রাম চির অম্লান হোক। আমাদের এই ইতিহাস ও সংগ্রাম নতুন প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD