Logo

এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ২০:১৮
29Shares
এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এবং ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা।

বিজ্ঞাপন

প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন- কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ, অনলাইনে ফরম সংগ্রহ ও পূরণ এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা।

একই সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা আছে। তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত থাকে, তবে যে কোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে। এছাড়া ৯ দলীয় রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এনসিপি প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, জুলাই সনদ এবং সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করা এবং একই সঙ্গে তরুণ প্রজন্ম ও বিভিন্ন অংশের জনগণকে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করেন, মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ও সকলের জন্য সহজলভ্য হবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীরা দেশের রাজনৈতিক সংস্কার এবং জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD