Logo

জুলাই সনদ ও গণভোট নিয়ে মাতোয়ারা পল্টন, ৮ দলের সমাবেশ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৪:৩০
69Shares
জুলাই সনদ ও গণভোট নিয়ে মাতোয়ারা পল্টন, ৮ দলের সমাবেশ শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশে প্রধানত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

দুপুরের আগেই পল্টন এলাকা জনস্রোতে ভরে ওঠে। মিছিলগুলো ‘জুলাই সনদ বাস্তবায়ন কর’, ‘গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’—এর মতো স্লোগান ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে।

বিজ্ঞাপন

সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

বিজ্ঞাপন

এবারের সমাবেশে রাজনৈতিক নেতারা জনগণকে সমান অধিকার নিশ্চিত ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। পুরো পল্টন এলাকা যেন এক বিশাল জনসমুদ্র, যা রাজধানীতে রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক চেতনাকে প্রকাশ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD